আয়কর রিটার্ন এর প্রমাণপত্র ব্যাংকে জমাদানের নিয়মাবলী
- ইউসিবি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ (ব্যক্তি হিসাব, এস-এম-ই হিসাব ) ওয়েবসাইটের (www.ucb.com.bd) মাধ্যমে স্ব-স্ব হিসাবে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে পারবেন।
নিন্মে বর্ণিত যেকোন একটি ডকুমেন্ট আয়কর রিটার্নের প্রমাণপত্র হিসেবে দাখিল করা যাবে-
১. আয়কর অফিস কর্তৃক নির্ধারিত রিটার্নের একটি স্বীকৃত রসিদ (Tax Return Slip);
২. একটি সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট যাতে ব্যক্তির নাম এবং করদাতার সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) এবং যে বছরের জন্য রিটার্ন জমা দেওয়া হয়েছে তা উল্লেখ থাকে;
৩. ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কর্তৃক জারি করা একটি সার্টিফিকেট যাতে ব্যক্তির নাম এবং টিআইএন এবং যে বছরের; জন্য রিটার্ন জমা দেওয়া হয়েছে তা উল্লেখ থাকে;
- আয়কর রিটার্নের প্রমাণপত্র স্ক্যান করে পিডিএফ/জেপিজি ইমেজ ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোডকৃত ফাইলের সাইজ ২০০ কিলোবাইট বেশী হবে না।
- গ্রাহককে আয়কর রিটার্নের প্রমাণপত্র জমাদানের সময় গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে OTP (ওটিপি) পাঠানোর মাধ্যমে যাচাই করা হবে।
- গ্রাহককে অবশ্যই আয়কর রিটার্নের সঠিক প্রাপ্তি-স্বীকারপত্র আপলোড করতে হবে। আপলোডকৃত প্রাপ্তি স্বীকারপত্রে ভুল/মিথ্যা তথ্য থাকলে গ্রাহক বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা মানতে বাধ্য থাকবে।